সিরাজগঞ্জে বিভিন্ন যাত্রীবাহী বাসের যাত্রীদের মাঝে লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, আপনারা ভোট কেন্দ্রে না গেলে বেগম জিয়া মুক্তি পাবেন। নির্বাচনে ভোট কেন্দ্রে না গেলে আগামীতে ভোটাধিকার ফিরে পাবেন। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। অর্থনৈতিক মুক্তি ঘটবে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কড্ডার মোড়ে ঢাকাগামী বিভিন্ন বাসে লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, থানা বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদ জেলা, সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবিব উজ্জ্বল ও কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।
পরে তিনি সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
বিডি প্রতিদিন/এএম