দিনাজপুরের বীরগঞ্জে পুকুর হতে সাকিল হেমরম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সাকিল হেমরম (২১) দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের হোপনা হেমরমের ছেলে। বুধবার সকালে বীরগঞ্জ পৌর শহরের মাকড়াই গ্রামের একটি পুকুর হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
সাকিল হেমরমের বড় ভাই আরিফ হেমরম সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় সোমবার দিনে ট্রাক্টরে শ্রমিকের কাজ শেষে রাতে প্রতিবেশি সিদ্দিকুর আলম মোনার পুকুর পাহারা দিতে যায় সাকিল হেমরম। কিন্তু পুকুর পাহারা দিতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর খোঁজ নিয়ে তাকে কোথাও পাওয়া যায়নি। বুধবার সকালে সেই পুকুরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে। এসময় জেলেদের জালে তার মৃতদেহ উঠে আসে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতদেহের কোথাও কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ