৭ জানুয়ারি, ২০২৪ ১৯:১৬

শেষ মুহূর্তে জাফর আলমের ভোট বর্জন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

শেষ মুহূর্তে জাফর আলমের ভোট বর্জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 

রবিবার দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পেইজে এসে এ ঘোষণা দেন জাফর আলম। 

পরে ফেসবুকে লাইভে এসে তিনি বলেন, বিশেষ একটি গ্রুপের লোকজন বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ট্রাক গাড়ির এজেন্টদের বের করে দিয়ে হাতঘড়ি মার্কায় সিল মারার সুযোগ করে দিচ্ছে। তাই আমি এই প্রহসনের ভোট বর্জন করলাম। 

এদিকে, চকরিয়া-পেকুয়ার ১৫৮ ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন কোনো ঘটনা ছাড়া ভোটগ্রহণ শেষ হয়েছে। 
নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় এক যুবক।

কক্সবাজার-১ আসনে সাত জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। মূল প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইবরাহিম বীর প্রতীক ও বর্তমান এমপি জাফর আলম।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর