চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ চারটি বাড়িতে হামলা হামলা-ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক গ্রামে এই ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তার বাড়িসহ ৪টি বাড়িতে ৩০-৪০ জন দুর্বৃত্ত হামলা চালায়। এই ঘটনায় ওসমান বাবুল হোসেন নামে একজন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা বলেন, আমি শিবগঞ্জে অবস্থান করছিলাম বাড়ি ফেরার পথে শুনি আমার বাড়িসহ পাশের চারটি বাড়িতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও সমর্থককে মারধর করা হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে সারারাত পুলিশ ঘটনাস্থলে ছিল। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        