‘ভোট বর্জন করায়’ ধন্যবাদ জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণকালে যশোরে বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টায় শহরের দড়াটানা থেকে এইচএমএম রোড এলাকার মানুষের মাঝে ধন্যবাদপত্র বিতরণ করা হয়। কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচি শেষের দিকে বড়বাজার এলাকায় পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে। এতে তিনিসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        