দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপি, ভোট গণনায় জালিয়াতি করে ফলাফল ঘোষণার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার শিমলাবাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল তার প্রধান নির্বাচনি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজধানী ঢাকার তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো: আবদুর রশীদ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকা মার্কার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে দলের মধ্যে বিরোধ সৃষ্টি করেন। তিনি শুরু থেকেই নির্বাচনকে প্রভাবিত ও প্রশ্নবিদ্ধ করতে হিংসাত্মক ও ধংসাত্মকসহ নানা অপকৌশল গ্রহণ করেন। হলফনামায় তথ্য গোপন করেন।
প্রার্থীর ছোটভাই অধ্যক্ষ হারুন অর রশিদ সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিভিন্নভাবে প্রভাব খাটান। নির্বাচনের দিন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত শিক্ষক-শিক্ষার্থীদের এনে ট্রাক প্রতীকের পক্ষে অন্যায় প্রভাব বিস্তার করেন। পৌরসভার বিএনপি অধ্যুষিত কেন্দগুলোতে বিএনপি নেতাদের সাথে গোপনে সমঝোতা করে কালোটাকা ব্যাবহার করে বিএনপি-জামায়াতের ভোটারদের ট্রাক মার্কায় ভোট সংগ্রহ করেন। বেশকিছু কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ম্যানেজ করে ট্রাকের প্রার্থী নিজে উপস্থিত থেকে গণহারে সিল মারেন। তিনি পুনরায় নির্বাচন অথবা পুনঃভোট গণনার দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. লতিফ, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        