বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে ছয় জুয়ারিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১০টার দিকে ওই উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাগিশেরপাড় গ্রামের একটি জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
এরা হল একই উপজেলার গাইনেরপাড় গ্রামের শাহিন বেপারী (২৫), আলমাছ ইসলাম মোল্লা (২৫), আশিক মাতুব্বার (২৬), মো. আলামিন ঘরামী (২৭), পূর্ব ডুমুরিয়া গ্রামের ইউনুস শরীফ (২৫) ও হারিছ হাওলাদার (২৬)।
গৌরনদী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, আটক ৬ জনের বিরুদ্ধে রাতেই থানার এসআই মো. মুজিবুর রহমান একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        