জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের মানুষের সার্বিক কল্যাণ ও উন্নয়নসহ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দিনাজপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সোমবার রাতে নাগরিক কমিটির আয়োজনে দিনাজপুর শহরের মুন্সীপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ইকবালুর রহিম বলেন, আগামীর দিপ্তমান তরুণ প্রজন্মকে যেন আমরা অশুভ শক্তির ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পারি সেদিকেও আমাদের সবাইকে সজাগ দৃষ্টি ও খেয়াল রাখতে হবে।
দিনাজপুর নাগরিক কমিটির আহ্বায়ক ও চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীমের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল ও চেম্বারের সাবেক সভাপতি সুজা উর রউফ, নাগরিক কমিটির সদস্য মো. মাজেদুর রহমান দুলাল।
এ ছাড়াও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহিদুর রহমান পাটোয়ারী মোহন, জহির শাহ, মো. শামীম কবীর, মো. মোফাজ্জল হোসেন, রেজাউর রহমান হিরু, মো. রাজিউর রহমান ডাবলু, মো. মাহবুব আলম, তোহা, দুলাল, মো. মোস্তফা, শপু, মনতাজুল ইসলাম মনতা, মমিনুল ইসলাম, সাইফুল্লাহসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        