রিপোটার্স ফোরাম, গোপালগঞ্জ’র ৯ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যায়যায়দিন ও দি বাংলাদেশ টুডে-এর গোপালগঞ্জ প্রতিনিধি এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং একুশে টিভি ও বাংলানিউজ২৪-এর সেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা সদরের চৌরঙ্গীস্ত একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে সংগঠনটির ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
রিপোটার্স ফোরাম গোপালগঞ্জ-এর সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এনটিভি’র মাহাবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভি-র প্রসূন মন্ডল, বাংলাদেশ টেলিভিশনের সঞ্জয় বিশ্বাস, চ্যানেল ২৪-এর বাদল সাহা, একুশে টিভি ও বাংলানিউজ২৪ডটকম-এর সেখ একরামুল কবীর মুক্ত, যায়যায়দিন’র কাশিয়ানী প্রতিনিধি নিজামুল আলম মোরাদ প্রমুখ।
বিটিভি টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় ৯ম দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রথম অধিবেশন শেষ হওয়ার পর সভাপতি কমিটি ভেঙে দিলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না দ্বিতীয় অধিবেশনে এস এম নজরুল ইসলামকে সভাপতি ও সেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই