চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন নামে এক (১৬) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত সাব্বির হোসেন হচ্ছেন শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মৃত শাহালাল হোসেনের ছেলে এবং আহতরা হলেন- একই এলাকার নিলয় (১৬) ও ইয়াকুব (২০)।
সোমবার রাত ৯টার দিকে শিবগঞ্জ ষ্টেডিয়ামের সামনে এই দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে থাকা ৩জন দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাবার সময় একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সাব্বির হোসেন নামে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এএম