ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উত্তর সুহিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা নোয়াপাড়া এলাকার নোয়াব আলীর ছেলে আব্দুল হাই (৬৫) ও সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর এলাকার আবু মিয়ার ছেলে মো: জুনাইদ (২০)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই মহাসড়কের সরাইল বিশ্বরোডমুখী সিএনজি চালিত অটোরিকশাকে পিছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত এবং হাসপাতালের নেয়ার পর অপরজন মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        