ময়মনসিংহের ভালুকায় অবৈধ ২৪ বস্তা ভারতীয় চিনিসহ নাজমুল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় থেকে চিনিসহ তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই নিরুপম নাগ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি এলাকার নাজমুলের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি ঘরে থাকা ৫০ কেজি ওজনের ২৪ বস্তা ভারতীয় চিনিসহ বাড়ির মালিক মৃত ইব্রাহিম গাজীর ছেলে নাজমুলকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত আরও তিনজন পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        