গাজীপুরের কালিয়াকৈরে তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার আদায় করেছেন স্থানীয়রা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাতে উপস্থিত হয়েছিলেন প্রায় ৪ শতাধিক মানুষ। রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার আটাবহ ইউনিয়নের বেলাবহ জাতীয় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ এ নামাজ আদায় করা হয়।
বৃষ্টির জন্য বিশেষ এ নামাজে ইমামতি করেন আটাবহ ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইলিয়াস আহমেদ।
এসময় তিনি বলেন, বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইস্তিসকার নামাজ আদায় করতেন। সে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের পাপের জন্য তওবা এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য মোনাজাত করেছি। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায় করেছি।
বিডি প্রতিদিন/হিমেল