চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় তরিকুল ইসলাম (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার রাতে হাজীগঞ্জ-কচুয়া সড়কের কাজিরগাঁও বাটার গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশু শিক্ষার্থী উপজেলার উত্তর পশ্চিম রাজারগাঁও এলাকার নূর নবী পাটওয়ারীর ছেলে। সে হাজীগঞ্জ আল কারীম মাদ্রাসার ছাত্র।
তরীকুল ইসলাম খেলাধুলা করতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তরীকুল ইসলামকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাজীগঞ্জ পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি আবদুর রশিদ জানান, রাতেই লাশ পরিবারের নিকট হস্তান্তর ও দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই