কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বগুড়ায় এমপির ভাই-ছেলে ও বাবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। ইতিমধ্যে তারা প্রতীক পেয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, প্রথম ধাপে বগুড়ার তিনটি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলী উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) সাহাদারা মান্নানের ছেলে সাখাওয়াত হোসেন সজল সারিয়াকান্দি উপজেলায় ও ভাই মিনহাদুজ্জামান লীটন সোনাতলা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
নির্বাচনের মাঠে তারা দিনরাত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এলাকার ভোটাররা বলছেন, দলীয় নির্দেশনা অমান্য করে সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় এমপির ছেলে ও ভাই নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও দ্বিতীয় ধাপে আদমদীঘি, দুপচাচিঁয়া ও কাহালু উপজেলায় আগামী ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম খান রাজু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি গত ৭ জানুয়ারির নির্বাচনে বগুড়া-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার মা মঞ্জুয়ারা বেগম বগুড়া জেলা পরিষদের সদস্য।
সংসদ সদস্য নির্বাচনে সিরাজুল ইসলাম নৌকার প্রার্থী হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়েন। পরে আওয়ামী লীগ তাকে প্রার্থিতা না দেওয়ায় তার ছেলে জাপা প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।
উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে সিরাজুল ইসলাম আবারও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে প্রচারণা অব্যাহত রেখেছেন তারা।
বিডি প্রতিদিন/এমআই