২৩ মে, ২০২৪ ১৮:২১

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাখিভ্যানের সংঘর্ষে শান্ত হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রায়হান হোসেন (১৯) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদরের জাফরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত হোসেন সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শান্ত ও রায়হান মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে জাফরপুর গ্রামের মাদ্রাসা এলাকার বটতলায় পাখিভ্যানের সঙ্গে সংঘর্ষে হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসাপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন এবং রায়হানকে হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর