ফরিদপুরের বোয়ালমারীতে শেখ হাসিনার দেশত্যাগ ও সদ্য কারামুক্ত বিএনপি নেতা খন্দকার নাসিরের এলাকায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও শোডাউন করেছে স্থানীয় বিএনপি।
রাষ্ট্রপতির নির্বাহী আদেশে কারামুক্ত কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয় এলাকাবাসী। কারামুক্ত হয়ে বুধবার নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে সাধারণ নেতাকর্মীরা তাকে বীরোচিত সংবর্ধনা দেন।
সকালে তিনি তার নির্বাচনী এলাকার সীমান্তে অবস্থিত বনমালিপুর বাজারে পৌঁছালে সেখানে আগে থেকেই অপেক্ষা করা হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর -১ আসনের আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালি উপজেলা বিভিন্ন স্থানে পৌঁছে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
বিডি প্রতিদিন/হিমেল