কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রতিটি পাড়া ও মহল্লায় হিন্দুদের ধর্মাবলম্বীদের মন থেকে ভয়ভীতি দূর করতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। বর্তমান আওয়ামী লীগ সরকার পতনের পর হিন্দুদের ভেতরে অনেক ভয়ভীতির সৃষ্টি হলে এ উদ্যোগ গ্রহণ করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি হিন্দুপল্লীতে তাদের ভয়ভীতি দূর করতে এ জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।
এ কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, আমরা এ স্বাধীন বাংলাদেশে কোনো অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ দেখতে চাই না। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা হিন্দুদের ভয়ভীতি দূর করতে প্রতিটি পাড়া, মহল্লা ও ওয়ার্ডে এ উদ্যোগ নেয়া হয়েছে। তাদের সাহস যুগিয়ে স্বাধীনভাবে চলার ও বসবাসের সহযোগিতার পুর্ণ আশ্বাস দেয়া হয়। এছাড়াও এ উপজেলায় যদি কোনো হিন্দুরা ক্ষতিগ্রস্ত কিংবা হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাতে ও সবসময় তাদের পাশে থাকবে।
বিডি প্রতিদিন/এএ