সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত পালানোর সময় রাজশাহীর আওয়ামী লীগ নেতা ওমর ফারুককে আটক করেছে বিজিবি। আটককৃত ওমর ফারুক রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।
আজ শনিবার দুপুর ২টার দিকে সোনামসজিদ ইমেগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি গত ৫ আগষ্ট থেকে ৯ আগষ্ট পর্যন্ত তার বোনের বাড়িতে আত্মগোপনে ছিল এবং আজ সে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল