বগুড়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের জেলার আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশারফ হোসেন, ফজলুল বারী তালুকদার বেলাল, সহিদ উন নবী সালাম, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করেন অতিথিরা। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বেরিয়ে শহরের জলেশ্বরীতলা, কালীবাড়ি মোড়, ইয়াকুবিয়া মোড় হয়ে সাতমাথা, থানা মোড় নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/আরাফাত