মুন্সীগঞ্জে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। মঙ্গলবার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে
এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়াও দেশের সকল গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি কাজী সাব্বির হোসেন দিপু, সাবেক আহবায়ক মোঃ আতিকুর রহমান টিপু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ খোকা, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন, সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লা, নিউজ ২৪ এর সেতু ইসলাম, এনটিভির মোঃ মাঈনউদ্দিন আহম্মেদ সুমন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজীবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা, আমার সংবাদের জেলা প্রতিনিধি মোঃ জাফর মিয়া, দেশ টিভির সুমিত সরকার সুমন, দিপ্ত টিভির কায়সার সামির, চ্যানেল ২৪ এর শুভ ঘোষ, বাংলা টিভির মোঃ রুবেল মাদবর, অনলাইন পোর্টাল আমার বিক্রমপুরের মোঃ শিহাব আহমেদ, সাংবাদিক রাজীব হোসেন বাবু, আমির হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ