শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রবিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।
এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন।সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতার আশ্বাস বিএনপির নেতাকর্মীদের। কোথাও কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/একেএ