বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের সিড়ির নিচে ফেলে রেখে যাওয়া শিশু কন্যার ঠাঁই হচ্ছে আগৈলঝাড়া শিশু নিবাসে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে হাসপাতালের বহি.বিভাগের সিড়ির নিচে শিশুটিকে ফেলে রাখা হয় বলে আবাসিক চিকিৎসক ফাহিম আরিফ জানিয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারনা করছি শিশুটির বয়স একদিন হবে। সিড়ির নিচে শিশুর কান্না শুনে সেবিকারা উদ্ধার করে। হাসপাতালের সেবিকা আফরোজা দুধ পান করিয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউএনওকে অবহিত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদার বলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে শিশুটিকে আগৈলঝাড়া উপজেলায় ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম