সাম্প্রতিক বন্যায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত ২৩২ পরিবারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টার। সোমবার ছাগলনাইয়ার বিভিন্ন এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক গাজী মনির আহমেদ। সংগঠনের ফেনী জেলার সমন্বয়ক অ্যাডভোকেট শাহজালাল ভূইয়া সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান, পিচ অ্যাম্বাসেডর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের উপদেষ্টা জালাল উদ্দীন মজুমদার, নির্বাহী পরিচালক (প্রশাসন) সাইফুদ্দিন সালাম মিঠু, সদস্য খোরশেদুল আলম, পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) বিপ্লব পার্থ, নির্বাহী সেক্রেটারি (ইন্টারন্যাশনাল অ্যাফায়ার্স) কাজী মিনহাজুল ইসলাম, সদস্য আবদুল গনি, ঢাকার সমন্বয়কারী নিয়াজ আহমেদ ইমরান, মোহাম্মদ আবদুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বন্যায় ফেনী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সাধারণ মানুষ এখনো নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ মানবিকতা থেকে। মানবাধিকার সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদেরকে ভালোবাসার উপহার দেওয়া হয়েছে। বন্যা পরবর্তী তাদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি এড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল