নবাগত পুলিশ সুপার রেজাউল করিম বলেছেন, জঙ্গি নাটক তদন্ত করা হবে। তবে শুধু চাঁপাইনবাবগঞ্জই নয় সারা দেশে যেসব ঘটনা ঘটেছে তা কর্তৃপক্ষ তদন্ত করছে। পুলিশ বিশাল একটা বাহিনী, ৫ আগস্টের পর সারাদেশে নতুন সেটাপের প্রক্রিয়া শুরু হয়েছে এজন্য এটা করতে কিছুটা সময় লাগবে। কারণ এটি একটি বড় কাজ। সব জায়গায় পুলিশের চেঞ্জ হচ্ছে সব ঠিক হয়ে গেলে কাজের গতিও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।
তিনি আরও বলেন, আমি খবর নিচ্ছি এখানে কোন আয়নাঘর থাকবে না। আইনের আওতায় যেভাকে একজনকে আটকে রাখা যায় এভাবেই হবে। আয়নাঘর কে করেছে আমি জানার চেষ্টা করছি।
বুধবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স থাকবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে। তবে সেটা আইনের মধ্যে থেকেই করা হবে। এসময় পুলিশের জেলা পর্যায়ের কর্মকর্তাগণসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম