বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব-৮। রবিবার গভীর রাতে এ অভিযান করা হয়। আটক মায়া আক্তার জ্যোতি (২২) নগরীর রসুলপুর চর এলাকার মনোয়ার হোসেনের স্ত্রী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, রাত পৌনে ১ টার দিকে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটার খাল এলাকার বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-৮ এবং সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে ওই এলাকার রাজিব চৌধুরীর বাড়ি থেকে মায়া আক্তার জ্যোতিকে ৭ কেজি গাঁজা ও ১ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৩১ হাজার ৪৯০ নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেছে।
বিডি প্রতিদিন/জামশেদ