গোপালগঞ্জের কোটালীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে এ সভায় সেনা বাহিনীর ক্যাপ্টেন আসিব নেওয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, কোটালীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বালা, রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস, কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট বিজন বিশ্বাস, কান্দি ইউনিয়নের চেয়ারম্যান তুষার মধু, সাংবাদিক মিজানুর রহমান বুলু, গৌরাঙ্গ লাল দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বিভিন্ন পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ বছর কোটালীপাড়া উপজেলার পৌরসভায় ১৬টি মণ্ডপসহ ১১টি ইউনিয়নে সর্বমোট ৩২২টি পূজা মণ্ডবে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত