শিরোনাম
১ অক্টোবর, ২০২৪ ২১:৪২

নারায়ণগঞ্জে নার্সদের কর্মবিরতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে নার্সদের কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা নার্সিং সংস্কার পরিষদ। মঙ্গলবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত খানপুর এলাকার নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের বহির্বিভাগের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। 
তাদের এক দফা দাবি হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়ন করতে হবে। 

আন্দোলনরত সিনিয়র স্টাফ নার্স শিমু মোদক ও আলমগীর হোসেন বলেন, রোগীদের সেবা আগে। আমরা কোন ধরনের আন্দোলন যেতে চাই না। তাই আমাদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নেয়া আহবান জানাচ্ছি। আমরা নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ প্রথম দিন ১ অক্টোবর ৩ ঘণ্টা এবং ২ অক্টোবর ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবো।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর