ভোলায় যৌথবাহিনীর পৃথক অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের রাড়ী বাড়ি এবং ইলিশা বাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালায়।এসময় দু' টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গুলি, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১ টি মোবাইলসহ উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছেন মোঃ কামাল ওরফে কালা এবং মোসলেহউদ্দিন।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ল্যাফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ কামাল এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে পৃথক দুটি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আটক করা হয়।
আটককৃত ডাকাত ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ইলিশা ইউনিয়নের বাসিন্দা মৃত মোজাম্মেল এর ছেলে। পরবর্তীতে আটককৃত ব্যাক্তিদ্বয়কে ও জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম