বরিশাল নগরীতে একটি পুকুর থেকে ও সদর উপজেলার সাপানিয়া গ্রামের ডোবা থেকে পৃথক দুইটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ও দুপুরে মৃতদেহ দুইটি উদ্ধার করা হয়।
নিহতদের মাঝে একজনের পরিচয় শনাক্ত করা গেছে। অপর মৃতদেহটি অজ্ঞাত যুবকের বলে জানিয়েছে পুলিশ।
পরিচয় পাওয়া যুবকের নাম জাকির হোসেন (৪৫)। জাকির নগরীর রূপাতলী সোনারগাও টেক্সটাইল এলাকার হারুন সিকদারের ছেলে। কালু খান সড়কে একটি বাসায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, কালু খান সড়কের একটি পুকুরে ভাসমান অবস্থায় জাকিরের লাশ পাওয়া গেছে। মৃগী রোগসহ মানসিক ভারসাম্য হারানো জাকির রাতের কোন এক সময় পুকুরের পাড়ে আসে। পরে পা পিছলে পড়ে গিয়ে মারা গেছে ধারণা পরিবার ও পুলিশের। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও সাপানিয়া গ্রামের মেম্বর বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার এসআই মো. নাইম আহমেদ।
কঙ্কালের অবস্থা দেখে একমাস পূর্বে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এছাড়াও অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলা হয়েছে বলে মনে করছে পুলিশ। লাশের পরিচয় শনাক্তে থানায় খবর দেয়া হয়েছে।
জানা গেছে, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের খোঁজ না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে।
চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু বলেন, তাঁর বাড়ির পাশে নির্জন এলাকায় ডোবায় লাশটি পাওয়া যায়। স্থানীয় এক ব্যক্তি কচুর লতি তুলতে গিয়ে লাশটি দেখতে পায়। পরে পুলিশে এসে লাশ উদ্ধার করেছে। লাশটি গ্রামের কারো নয় বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য টিপু।
বিডি প্রতিদিন/আশিক