লক্ষ্মীপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে জেলা শহরের ফুড গার্ডেন চাইনিজ রেঁস্তোরায় এ আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সদস্য জওহর লাল ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।
সভাপতির বক্তব্যে অনারারী ক্যাপ্টেন (অব.) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়।
বিডি প্রতিদিন/মুসা