কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া সাগর চ্যানেলে অভিযান চালিয়ে ১৮টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। রবিবার সকাল ১১টা থেকে ৪ টার পর্যন্ত কুতুবদিয়া চ্যানেলে এ যৌথ অভিযান পরিচালনা করে কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা মৎস্য অধিদপ্তর।
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিনে কোস্টগার্ডের সহযোগিতায় ওই যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে, জব্দকৃত জালগুলো বড়ঘোপ জেটি ঘাটে জনসম্মুখে আগুন লাগিয়ে ধবংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, পেকুয়া উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. তানভীর ইসলাম, ক্ষেত্র সহকারী মো. এমরান উদ্দীন ও নারায়ন চন্দ্র দাসসহ কুতুবদিয়া ও পেকুয়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী ও কোস্টগার্ডের একটি দল।
বিডি প্রতিদিন/এএম