সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে সাত শতাধিক যাত্রী থাকলেও তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে আপাতত ঢাকা-রাজশাহী রটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশন মাস্টার আবু হান্নান জানান, রাজশাহীগামী লোকাল ট্রেনটি জামতৈল ষ্টেশনে দাঁড়িয়েছিল। একই সময় পঞ্চগড়গামী একটি ট্রেন পার হয়ে যায়। পরে পয়েন্টম্যান লাইনের পয়েন্ট ক্লিয়ার করার জন্য যায় এবং ত্রুটি পাওয়ায় সেটি মেরামতের চেষ্টা করে। এ অবস্থায় ক্লিয়ারেন্স ছাড়াই লোকালের ট্রেনের চালক ট্রেনটি ছেড়ে দেয়। এতে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেন লাইনচ্যুত হলেও বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। আর ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক বলেও জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল