বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। গাজীপুরে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করা হবে।
রবিবার দুপুরে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসান উদ্দিন সরকার বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার পুরো দেশকে একটি কারাগারে পরিণত করে রেখেছিল।
এ দিন বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী কালীগঞ্জ সকড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পরিবহনযাত্রী ও এলাকাবাসী।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ, সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, জাহাঙ্গীর আলম, আজিজুল হক রাজু মাস্টার, নিশাত মাহমুদ জালাল, আব্দুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ইই