ভারতের আগরতলার বাংলাদেশ দূতাবাসে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে মুন্সীগঞ্জে ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি কেফাত উল্লাহ, মুফতি ওয়ালি উল্লাহ, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি আমিন আনসারী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দূতাবাসে হামলা এটা মেনে নেওয়া যায় না। ওলামারা চুপ আছে বলে মনে করবেন না এ ধরনের ন্যাক্কারজনক হামলা করে বেঁচে যাবেন। হামলায় যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বিডি প্রতিদিন/কেএ