চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি নিষ্কাশন ড্রেন থেকে পুলিশ এক নারীর মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের দক্ষিণ মুক্তিরকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর মুখমণ্ডল ও শরীরে আগুনে পোড়ার দাগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক।
পুলিশ জানায়, শুক্রবার কোন একসময় দুর্বৃত্তরা ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করে মরদেহ পানি নিষ্কাশনের ড্রেনে ফেলে রেখে যায়। সন্ধ্যায় স্থানীয়রা ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এসআই আবুল কালাম জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নিহতের মুখমণ্ডল ও শরীরে আগুনে পোড়ানোর দাগ রয়েছে।
ওসি রবিউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/এএম