গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর বাজারের ভুলু খানের মালিকানাধীন মার্কেটে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ সোহরাবের লেপ-তোষকের দোকান ও তুলার গুদামের পেছনে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন মার্কেটে ছড়িয়ে যায়। এতে সোহরাব হোসেনের তুলার গুদাম, লেপ-তোষকের দোকান ও জাকিরের ভাঙারির দোকানসহ মার্কেটের পাঁচটি দোকান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই