ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতি দিবরোধী দিবস পালিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামী শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বেলা ১০টায় বোয়ালমারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান সমূহে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী খান সোহেল। এ্যাড. কোরবান আলীসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন