বরগুনায় জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর ও মহিলা সংস্থার উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, উপ-পরিচালক স্থানীয় সরকার মো. তানজিল, সাংবাদিক মো. হাসানুর রহমান, জয়িতা শারমিন সুলতানা আসমা, ফিরোজা বেগম, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিয়া প্রমুখ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এমআই