মুন্সীগঞ্জে বিগত দুই মাসের সতর্কতামূলক প্রচারণা শেষে শুক্রবার বিকেল থেকে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বদিউজ্জামানের নেতৃত্বে সদর ফাঁড়ির টিআই (এডমিন) জহিরুল ইসলাম ভুইয়াসহ ফোর্স নিয়ে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় অধিকাংশ গাড়ি জব্দ করা হয়।
শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের খালইস্ট শহর সংলগ্ন এলাকায় চেক পোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়ি ও মোটরসাইকেল চালকদের গতিরোধ করে তাদের কাগজ পত্র যাচাই-বাছাই করেন। এ সময় যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি তাদের মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।
সাঁড়াশি অভিযানে মোট ১৩টি মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা এবং চারটি মোটরসাইকেল কাগজ দেখাতে না পারায় জব্দ করা হয়।
পুলিশ সুপার শামসুল আলম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে এসব অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কেএ