কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নিহত হন স্ত্রী উম্মে হাফছা (১৮)। একঘন্টার ব্যবধানে উপজেলার সাহারবিলের কোরালখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে মারামারিতে নিহত হন আলি হোসেন (৪২)। একইদিনে ডুলহাজারা রাস্তার মাথায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন হুমায়ুন কবির নোমান (২৫)।
স্বামীর ছুরিকাঘাতে নিহত স্ত্রী উম্মে হাফসার সাথে স্বামী শওকত হাসান মেহেদীর বিয়ের বয়স ৮ মাস। গত মাস দুয়েক ধরে যৌতুককে কেন্দ্র করে নানাভাবে পারিবারিক কলহ লেগে ছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) এই কলহের জেরে স্বামী মেহেদী ক্ষিপ্ত হয়ে শশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করলে শাশুড়ী পারভীন আক্তার (৩৮) এগিয়ে আসে। এতে শাশুড়ীকেও ছুরিকাঘাত করে সে। পরবর্তীতে স্থানীয়রা দু'জনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্ত্রী হাফসাকে মৃত ঘোষণা করে শাশুড়ী পারভীন কে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন।
একই দিন আড়াইটায় উপজেলার সাহারবিলে পূর্ব শত্রুতার জেরে মারামারিতে নিহত হন আলি হোসেন সোনা মিয়া (৪২)।
এ বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুর কাদের ভূঁইয়া বলেন, একই দিনে এক ঘন্টার ব্যবধানে এই ঘটনাগুলো খুবই খারাপ। আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধীদের ধরতে খুবই তৎপর রয়েছে।
অপরদিকে, চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের ডুলহাজারা ডুমখালী রাস্তার মাথায় সকাল ৯ টায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির নোমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক