জাতীয় গ্রন্থাগার দিবস পালনে বরিশাল নগরীতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও বিভাগীয় গ্রন্থাগারের আয়োজনে বুধবার এ অনুষ্ঠান হয়।
দিনটি পালনে শুরু করা র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল বিভাগীয় গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে গ্রন্থাগারের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসিটি) উপমা ফারিসা। মুখ্য আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (পিআরএল ভোগরত) ড. পঙ্কজ কুমার সরকার।
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সাদিয়া মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি ব্রজমোহন কলেজের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল শুক্কুরসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইিসিটি) উপমা ফারিসা বলেন, সবরকম বইয়ের সমাহার হচ্ছে গ্রন্থাগার। এখানে নিয়মিত বই পড়ার মাধ্যমে নিজের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করা যায়। এজন্য শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন গল্প ও উপন্যাসের বই পড়তে হবে জানিয়ে তিনি বলেন, এসব বই চিন্তাশক্তিকে বিকশিত করতে সাহায্য করে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার কমিয়ে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বই পাঠ, চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ