ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও বাসের হেলপারসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং বাস ও কাভার্ড ভ্যানটি জব্দ করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রোকিবুজ্জামান বলেন, "ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদীতে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ও ভাঙ্গাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ড্রাইভার ও বাসের হেলপারসহ কয়েকজন আহত হয়েছে। কুয়াশা এবং মহাসড়ক নির্মাণ কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
বিডি প্রতিদিন/আশিক