টানা ৫ দিন বন্ধ থাকবে রাঙামাটির কাপ্তাই রাজস্থলী ও বান্দরবান সংযোগ ফেরি। শুক্রবার রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সঙ্গে বান্দরবান পার্বত্য জেলার সংযোগ তৈরি রেখেছে নৌ-সড়কের ফেরি। তাই কর্ণফুলী নদীর ওপর দীর্ঘ বছর ধরে চালু আছে ফেরি চলাচল। এ ফেরির মাধ্যমে জীবনমান সচল রেখেছেন রাঙামাটির কাপ্তাই উপজেলা ও রাজস্থলী উপজেলাবাসী। এছাড়া, রাঙামাটি থেকে সরাসরি আভ্যন্তরীণ সড়ক যুক্ত হয়েছে বান্দরবান পার্বত্য জেলার সঙ্গে। তাই নৌ সড়কে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে প্রতি বছর করা হয় ড্রেজিং । তাই চলতি বছর বর্ষা মৌসুমের আগেই শুরু করা হয়েছে ড্রেজিং কার্যক্রম।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, আগামী ১৩ মে অর্থাৎ গত মঙ্গলবার ভোর ৬টা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজ শুরু হচ্ছে। আগামী ১৮ মে অর্থাৎ রবিবার ভোর ৫টা পর্যন্ত চলবে এ ড্রেজিং কার্যক্রম। তবে ১৮ মে ভোর ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ থাকা অবস্থায় টানা ৫ দিন পর্যন্ত বিকল্প সড়ক হিসেবে রাঙামাটির থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ও বাঙালহালিয়া (সুখবিলাশ) সড়ক ব্যবহার করা যাবে। প্রতি বছর বর্ষা মৌসুমে ব্যাপক পলি জমে কর্ণফুলী নদীতে। পরি জমার কারণে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। তৈরি হয় ডুবোচর। এ ডুবোচরে আটকে যায় ফেরির পাটাতন। তাই নৌ সড়ক স্বাভাবিক রাখতে প্রতি বছর ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়।
বিডি প্রতিদিন/কেএ