ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি পালন করেছে গাইবান্ধার পলিটেকনিকের শিক্ষার্থীরা। এসময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। দাবি সম্বলিত ব্যানার ছাড়াও শিক্ষার্থীরা কপালে সাদা কাপড় বেধে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে এতে অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গানাসাস মার্কেটের সামনে গিয়ে ডিবি রোডে অবস্থান নেয়। কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এসময় যানচলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বিক্ষুব্ধরা রাস্তা থেকে সড়ে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য দেন শিক্ষার্থী শাকিল আহমেদ, মেহজাবিন জিম, নাজমুল হাসান প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছয় দফা দাবি আদায়ের এই লড়াই-সংগ্রাম দীর্ঘ আট মাসের। সরকারের কাছে এই দীর্ঘ সময় ধরে আমরা দাবি জানিয়ে এলেও দুঃখের বিষয়, আমরা আশানুরূপ ফল পাইনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি ঘোষণা করব। আমরা একযোগে সড়কে নামব। এটা আমাদের অস্তিত্বের লড়াই।
বিডি প্রতিদিন/এএম