ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিনদিন পর এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩ মে) সন্ধ্যায় চর ভাটপাড়া গ্রামের এক আখক্ষেতে মরদেহটি পাওয়া যায়।
নিহত তুহিন শেখ (১৪) উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের আরব আলী শেখের ছেলে। সে স্থানীয়ভাবে নির্মাণ কাজে সহকারী হিসেবে কাজ করত। গত বৃহস্পতিবার সকালে শহিদ মোল্যার বাড়িতে কাজ করতে গিয়ে নিখোঁজ হয় সে। সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবার খোঁজ শুরু করে।
এক স্থানীয় ব্যক্তি জানান, তুহিনকে বৃহস্পতিবার দুপুরে আখক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পরে শনিবার সন্ধ্যায় বাবা আরব আলী শেখ আখক্ষেতে খোঁজ করতে গিয়ে দুর্গন্ধ পেয়ে এক গাছের পাশে গলায় গামছা পেঁচানো অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে খবর দেয়।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন আর রশিদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোন স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ