‘শেরপুর জেলার উন্নয়নে ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার রাতে শহরের মাধবপুর এলাকার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। সভার সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
সভায় বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ, বিএমএ, শেরপুর জেলা শাখার সাবেক সভাপতি মো. সুরুজ্জামান, জেলা ট্রাকমালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আওয়াল চৌধুরী, জেলা চালকল মালিক সমিতির সহসভাপতি জয়নাল আবেদীন, শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম মামুনুর রশীদ, জেলা বাসকোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন, শহীদ বুলবুল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান বাদল, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, শেরপুর শিল্প ও বণিক সমিতির পরিচালক তৌহিদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহসিন আলী আকন্দ, ড্যাব শেরপুর জেলা শাখার সদস্য আব্দুল্লাহ হেল ওয়াসী খান, শিক্ষক খুরশীদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার আহবায়ক মামুনুর রহমান, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএ