সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার দুপুরে (৩০ এপ্রিল) জেলা জজ আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।
বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামানিক ও সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব।
বিডি প্রতিদিন/এএ