গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ৩০ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
আজ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মঈনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ এবং সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ।
বিশেষ চাহিদাসম্পন্নদের জীবনমান উন্নয়নে সরকার যেসব উদ্যোগ নিয়েছে এই কর্মসূচি তারই অংশ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ