পঞ্চগড়ে রেশম চাষের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলার বোদা উপজেলার সাকোয়া রেশম সম্প্রসারণ কেন্দ্রে আজ বৃহস্পতিবার এই প্রশিক্ষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের (রাজশাহী) মহাপরিচালক শফিকুল ইসলাম।
এ সময় প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, রংপুর কেন্দ্রের উপপরিচালক মাহবুব-উল-হক, পঞ্চগড় কেন্দ্রের ম্যানেজার আ. মান্নান। ২৫ দিন ব্যাপি এই প্রশিক্ষণে ২৫ জন রেশম চাষি অংশ নিচ্ছেন। এ সময় মহাপরিচালক রেশম চাষিদের নানা দিক নির্দেশনা দেন। পাশাপাশি রেশম গুটির মূল্য বৃদ্ধি এবং সময় মতো টাকা পরিশোধের দাবি জানান রেশম চাষিরা। বাংলাদেশ রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড অর্থায়ন করছে।
বিডি প্রতিদিন/জামশেদ